Wednesday, February 11, 2015

রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুক্ত করা গোলাম সাওবান (রা) বলেন, আমি রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছিঃ ‘তোমার বেশি বেশি সিজদা (অর্থ্যাৎ নামাজ আদায়) করা উচিত। কেননা তুমি আল্লাহর জন্য একটা সিজদা করলে তার বিনিময়ে আল্লাহ অবশ্যই তোমাকে একটা উচ্চ মর্যাদা দান করেন এবং তোমার একটি গুনাহ ক্ষমা করে দেন। (মুসলিম)

Saturday, August 30, 2014

## গালি দেয়াও মুনাফিকী ##

সহিহ বুখারী :: খন্ড ১ :: অধ্যায় ২ :: হাদিস ৩৩

কাবীসা ইব্ন ‘উকবা (র) ......... আবদুল্লাহ্ ইব্ন ‘আমর (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ (সা) বলেনঃ চারটি স্বভাব যার মধ্যে থাকে সে হবে খাঁটি মুনাফিক। যার মধ্যে এর কোন একটি স্বভাব থাকবে, তা পরিত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে মুনাফিকের একটি স্বভাব থেকে যায়। 

১. আমানত রাখা হলে খেয়ানত করে; 

২. কথা বললে মিথ্যা বলে; 

৩. চুক্তি করলে ভঙ্গ করে; এবং

৪. বিবাদে লিপ্ত হলে অশ্লীল গালি দেয়।

শু’বা আ’মাশ (র) থেকে হাদীস বর্ণনায় সুফিয়ান (র) এর অনুসরণ করেছেন।


Sunday, August 24, 2014

ঘনিষ্ঠ দুই বন্ধুর মধ্যে ঘটে যাওয়া কিছু মুহূর্ত..................... আলহামদুলিল্লাহ ।
- দোস্ত , কই যাস ?
 # দোস্ত মসজিদে যাই । যাবি না ? তোর তো আবার প্যান্ট ঠিক থাকে না ।
- না দোস্ত প্যান্ট ঠিক থাকে , শয়তান কে তাড়াতে পারিনা । খাড়া ! আমিও যাবো , বাসা থেকে টুপিটা নিয়ে আসি ।
# আলহামদুলিল্লাহ , অবশ্যই ।
 ১ মাস পরে আসরের নামাযের পর দুই বন্ধু কাবাবের দোকানে.........
- দোস্ত , মানুষের জীবনের সবচাইতে বেশি শান্তি কোথায় জানিস ?
 # কোথায় ?
- নামাযে এবং আল্লাহর দাসত্ব করে যাওয়া জীবনে ।
# কেম্নে বুঝলি ?
- (মুচকি হেসে) কেমনে বুঝলাম ! আগের জাহেল জীবনে আমার সবকিছু ছিল , শুধু ছিলনা আল্লাহর সাথে সম্পর্ক , যার কারনে আমার জীবনে শান্তি ছিল না । সবসময় মনে অশান্তি লেগে থাকতো । টাকা-খ্যাতি-সুন্দরী গার্ল ফ্রেন্ড কে মনে করতাম জীবনের সব । তুই জানিস এগুলো সবই আমার ছিল কিন্তু ছিলনা শুধু মানসিক শান্তি । এখন আমার জীবনে পার্থিব হারাম কিছু না থাকলেও আমি শান্তিতে আছি কারন আমি আল্লাহকে খুঁজে পেয়েছি , আমি বুঝতে পেরেছি আমরা মুসলিমদের জীবনে কোথায় শান্তি লুকায়িত থাকে । ইসলামী জীবন এবং আল্লাহর হুকুম মেনে চলার মধ্যেই আছে প্রকৃত শান্তি । দোস্ত , তোকে অনেক কষ্ট দিয়েছি । তুই সবসময় বলতি এই শান্তির কথা কিন্তু আমি তোকে কটাক্ষ করতাম। আল্লাহ আমাকে হিদায়াহ দিয়েছে , আমাকে তুই ক্ষমা করিস ।
# দোস্ত , এভাবে বলে আমাকে লজ্জা দিস না । যারা আল্লাহর রাস্তায় থাকতে চাই , তাদের জীবনে সবচাইতে বড় খুশির খবর হচ্ছে , যদি তার আপন কেউ নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর দিকে ফিরে আসে । আজকে আমার জীবনে সবচাইতের খুশির দিনগুলোর একটি । সত্যিই ! এই জীবন শান্তির এবং প্রশান্তিময় । এই জীবনে কোন দুঃখ স্পর্শ করতে পারেনা । কারন , যারা আল্লাহর তরে জীবন পরিচালনা করে তারা জীবনের প্রতিটা মুহূর্ত নিয়ে আল্লাহর উপর পূর্ণ সন্তুষ্ট থাকে ।
- সত্যি-ই , আল্লাহ মহান । মহান আল্লাহ আমাদের বিতাড়িত শয়তান থেকে হেফাজত রাখুন । আমীন
# আমীন ।
হান্নাদ (র).......... আ’মাশ (র.) থেকে উক্ত সনদে অনুরূপ বর্ণনা করেছেন। তিনি বলেন: বান্দা ও শিরক বা কুফরের মাঝে ব্যবধান হল সালাত পরিত্যাগ করা।

Friday, August 22, 2014

ইসলাম উফ নাম শুনলেই চুলকানি হয়..................
পৃথিবীতে অনেক ধর্মই বিদ্যমান।
 কিন্তু ইসলাম ব্যতিত অন্যকোন ধর্মনিয়ে মানুষের মধ্যে এত বেশি চুলকানি নেই।
 কেন ইসলাম মানুষকে এত চুলকায়???
আমি নিজেকে বিশ্লেষন করে কিছু কারণ বের করতে পেরেছি। যা নিম্নরুপঃ
 ইসলাম কেন আমাকে এতবেশি চুলকায়ঃ
 ১) ইসলাম মানলে, সকালের মধুর ঘুম ভেঙ্গে ফজরের নামাজ আদায় করতে হবে,
২) ইসলাম মানলে, প্রতিদিন পাঁচবার মসজিদে গিয়ে আমার অতি মুল্যবান সময় হতে সময়ের অপচয় করে নামাজ পড়তে হবে।
 ৩) ইসলাম মানলে, কোন মেয়ের দিকে একবারের বেশি তাকাতে পারবোনা। ইচ্ছাকৃত হলে একবার তাকানও যাবে না ।
 ৪) ইসলাম মানলে, বন্ধুদের বলতে পারবোনা “মাম্মা দেখ, কি মাল যাইতেছে অথবা মালটা কি হট”
৫) ইসলাম মানলে, যখন আবাহাওয়া ভালো থাকে অথবা কোন কিছুতে ভালো Or খারাপ করি, তখন বলতে পারবোনা, “দোস্ত চল, আজকে মাল খাই”।
৬) ইসলাম মানলে, ৩১ শে ডিসেম্বর পার্টিতে যেতে পারবোনা।
 ৭) ইসলাম মানলে, মোস্ট ইম্পরটেন্ট, কোন গার্লফ্রেন্ড থাকবেনা।
 ৮) ইসলাম মানলে, ব্যাংকের ইন্টারেস্ট খেতে পারবো না।
 ৯) ইসলাম মানলে Zoom Music, MTV, ইত্যাদি ভারতীয় চ্যানেল সমুহ দেখতে পারবো না।
 ১০) ইসলাম মানলে, Pitbull, Sakira, ইত্যাদির গান দেখতে বা শুনতে পারবো না।
 ১১) ইসলাম মানলে, সানি লিওনের ভারতীয় JISM 2 এর আগের মুভি ক্লিপ সমুহ দেখতে পারবো না।
 ১২) ইসলাম মানলে, বান্ধবীরে নিয়া “দূরে কোথাও” থেকে ঘুরে আসতে পারবো না।
 ১৩) ইসলাম মানলে,গালির মত সুমিষ্ট কথা বলতে পারবো না।
 ১৪) ইসলাম মানলে, দাড়ি রাখতে হয় আর পায়ের গোড়ালির উপর পেন্ট পরতে হবে, যা পুরাই ক্ষেত।
 ১৫) ইসলাম মানলে, কুরআন ও হাদীস মেনে চলতে হবে।
 ১৬) ইসলাম মানলে, আমাকে রাসুলের (সাঃ) সুন্নত মেনে চলতে হবে, যাহা মধ্যযুগীয়। আমাদের এই যুগে যার ভাত নাই।
 ১৭) ইসলাম মানলে, বাপ-মা কে সেবা করতে হবে, কিন্তু তা আমি করতে পারবো না, কেননা তাইলে বউ আমার উপর রাগ করবে।
 ১৮) ইসলাম মানলে, বাপ-মা কে বৃদ্ধ্যাশ্রমে পাঠাতে পারবো না। নিজের সাথে রাখতে হবে।
 ১৯) ইসলাম মানলে, বান্ধবীদের কাছে হিরো হইবার পারবো না।
 ২০) ইসলাম মানলে, আমারে নিজের সম্পতির উপর যাকাত দিতে হবে। আমার সম্পতিতে গরিবের হক থাকবে। যা কোন ভাবেই সম্ভব না।
 ২১) ইসলাম মানলে, রোজার মাসে ফরজ রোজা রাখতে হবে। এইটা কেমনে সম্ভব। না খেয়ে থাকতে পারবো না।
 মোট কথা ইসলাম মানলে আমারে এইযুগে ক্ষেত হতে হবে।
 যা আমার পক্ষে কোন ভাবেই মানা সম্ভব না।
 এই জন্যই ইসলাম আমকে খুব বেশি চুলকায়।
 হলের ছারপোকা ভর্তি বিছানায় দরকার হইলে ১ সপ্তাহ শোয়া সম্ভব,
কিন্তু ইসলাম?????????
আমার এখনি চুলকাইতেছে।

Tuesday, August 19, 2014

আজ একটি ছড়া দিলাম। আধুনিক প্রজন্ম নিয়ে।
 এইযে আপু! একটু শোন
 বলছি তোমায় ডেকে,
বুকটি খুলে চলছো কেন
 রাখছো না ক্যান ঢেকে?
স্বাধীন দেশের নারী আমি
 চলবো মনের রঙে,
নাকটি তুমি গলাও কেন
 আমার চলার ঢঙে?
মনের পশু জাগতে পারে
 তোমার দেহের ভাঁজে,
নারীর ভূষণ শালীনতায়
 মার্জিত সাজ, লাজে।
 ধর্ম বলে আব্রু কর
 বের করো না দেহ,
নইলে অসীম বিপদ হবে
 ভাঙ্গবে অলীক মোহ।
 যুগের ছেলে আকাশ পানে
 ফুঁকছ তারা বিড়ি.
ডিজুস সাজে আজব লাগে
 বিশ্রী তাদের ছিরি।
 বেলাজ চোখে নারীর পানে
 ঠায় তাকিয়ে থাকে,
মরণ নেশার ছোবল খেয়ে
 মরছে তারা ধুঁকে।
 আড্ডা-টিভি, প্রেম-পিরিতে
 কাটছে জীবন বেশ,
কর্ম তাদের ধর্ম বিহীন
 নাইযে নীতির লেশ।
 ওহে তরুণ! ভোগের তরে
 ছুটছো কেন মিছে?
জীবনটা কি নষ্ট হবে
 মরীচিকার পিছে?
কোরান পড় হাদীস পড়
 দেখবে আলো তাতে,
আঁধার কেটে উঠবে রবি
 আলোয় ভরা প্রাতে।
 দ্বীনের পথে এসো সবাই-
নতুন জীবন গড়ি,
নীল আকাশে উড়বে তবেই
 রঙিন জীবন ঘুড়ি।

Friday, August 8, 2014

রিয়াযুস স্বা-লিহীন :: বই ১ :: হাদিস ৩৯৭
 ইবনে মাসঊদ (রা:) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ সেদিন জাহান্নামের সত্তর হাজার লাগাম হবে, আবার প্রতিটি লাগামের জন্য সত্তর হাজার ফেরেশতা থাকবে এবং এ লাগাম ধরে টানবে।
 ইমাম মুসলিম এ হাদীস উদ্ধৃত করেছেন।