Saturday, August 30, 2014

## গালি দেয়াও মুনাফিকী ##

সহিহ বুখারী :: খন্ড ১ :: অধ্যায় ২ :: হাদিস ৩৩

কাবীসা ইব্ন ‘উকবা (র) ......... আবদুল্লাহ্ ইব্ন ‘আমর (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ (সা) বলেনঃ চারটি স্বভাব যার মধ্যে থাকে সে হবে খাঁটি মুনাফিক। যার মধ্যে এর কোন একটি স্বভাব থাকবে, তা পরিত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে মুনাফিকের একটি স্বভাব থেকে যায়। 

১. আমানত রাখা হলে খেয়ানত করে; 

২. কথা বললে মিথ্যা বলে; 

৩. চুক্তি করলে ভঙ্গ করে; এবং

৪. বিবাদে লিপ্ত হলে অশ্লীল গালি দেয়।

শু’বা আ’মাশ (র) থেকে হাদীস বর্ণনায় সুফিয়ান (র) এর অনুসরণ করেছেন।


No comments :

Post a Comment