Tuesday, August 19, 2014

আজ একটি ছড়া দিলাম। আধুনিক প্রজন্ম নিয়ে।
 এইযে আপু! একটু শোন
 বলছি তোমায় ডেকে,
বুকটি খুলে চলছো কেন
 রাখছো না ক্যান ঢেকে?
স্বাধীন দেশের নারী আমি
 চলবো মনের রঙে,
নাকটি তুমি গলাও কেন
 আমার চলার ঢঙে?
মনের পশু জাগতে পারে
 তোমার দেহের ভাঁজে,
নারীর ভূষণ শালীনতায়
 মার্জিত সাজ, লাজে।
 ধর্ম বলে আব্রু কর
 বের করো না দেহ,
নইলে অসীম বিপদ হবে
 ভাঙ্গবে অলীক মোহ।
 যুগের ছেলে আকাশ পানে
 ফুঁকছ তারা বিড়ি.
ডিজুস সাজে আজব লাগে
 বিশ্রী তাদের ছিরি।
 বেলাজ চোখে নারীর পানে
 ঠায় তাকিয়ে থাকে,
মরণ নেশার ছোবল খেয়ে
 মরছে তারা ধুঁকে।
 আড্ডা-টিভি, প্রেম-পিরিতে
 কাটছে জীবন বেশ,
কর্ম তাদের ধর্ম বিহীন
 নাইযে নীতির লেশ।
 ওহে তরুণ! ভোগের তরে
 ছুটছো কেন মিছে?
জীবনটা কি নষ্ট হবে
 মরীচিকার পিছে?
কোরান পড় হাদীস পড়
 দেখবে আলো তাতে,
আঁধার কেটে উঠবে রবি
 আলোয় ভরা প্রাতে।
 দ্বীনের পথে এসো সবাই-
নতুন জীবন গড়ি,
নীল আকাশে উড়বে তবেই
 রঙিন জীবন ঘুড়ি।

No comments :

Post a Comment