Thursday, July 31, 2014


রিয়াযুস স্ব-লিহীন :: বই :: হাদিস ৫৬
আবু সুফিয়ান সাখ্ ইবনে হার্ (রা) এক দীর্ঘ হাদীসে হিরাকলের কাহিনী বর্ণনা প্রসঙ্গে বলেনঃ হিরাকল জিজ্ঞেস করল যে, নবী তোমাদের কী কী কাজের আদেশ করেন? আবু সুফিয়ান বলেনঃ তিনি (নবী) বলেন; ‘তোমরা একমাত্র আল্লাহর বন্দেগী (দাসত্ব) করো এবং তার সাথে কোন ব্যাপারে কাউকে শরীক করো না তোমরা তোমাদের বাপ-দাদা যা বলে গেছেন তা পরিহার করো পক্ষান্তরে নবী আমাদেরকে নামায, সত্যনিষ্ঠা, ঔদার্য মধুর সম্পর্কের আদেশ করেন (বুখারী মুসলিম)

No comments :

Post a Comment