Thursday, July 31, 2014

ঈদ কার জন্য??
ঈদ হচ্ছে সিয়াম পালনকারীর জন্য আনন্দ করার দিন স্বরূপ
ঈদের প্রকৃত আনন্দ কেবল মাত্র তাঁদের জন্য যারা পূর্ণ এক মাস রামাদানের সিয়াম রেখে আল্লাহ্ ইবাদতে মগ্ন থেকেছ, নিজের ঈমান আমল কে ঝালিয়ে নিতে পেরেছে
যেমন পরীক্ষার ফল প্রকাশ পেলে প্রকৃত আনন্দ পায় কেবল মাত্র তারাই যারা পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছে !
আর যারা গরীব- দুঃস্থ আছেন, যারা সিয়াম পালন করেছেন কিন্তু তাঁদের সামর্থ্য নেই তাদেরকে সাথে নিয়ে রাসুলুল্লাহ (সাঃ) এর ফরজকৃত সাদাকাতুল ফিতর খাদ্যদ্রব্য দ্বারা ঈদের সালাতের পূর্বে প্রদানের মাধ্যমে তাদের ভালমন্দ খাওয়া নিশ্চিত করে ঈদের আনন্দ ভাগাভাগি করাই হচ্ছে এর মুখ্য উদ্দেশ্য
কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সিয়াম পালনকারীর চেয়ে ঈদ নিয়ে বেশি ব্যস্ত রয়েছে বে-রোজাদার, বে-দ্বীন, বে-পর্দা নারী, ফাসিক মুসলিম গুলো
তাদের ঈদ উন্মাদনা দেখে মনে হচ্ছে আল্লাহ্মনে হয় উপর সিয়াম নফল করেছেন এবং ঈদ উদযাপন করা ফরজ করেছেন
এদের গ্রামের বাড়ীতে যাওয়ার হিড়িক পড়ে গেছে ! মার্কেটে ঘুরে ঘুরে লেটেস্ট মডেলের পোশাক কিনায় এরা কি ব্যস্ত!
এদেরকে দেখলে মনে হয় ঈদের অর্থ এমনই
যারা রামাদান থেকে নিজের নেকীর খাতায় কিছু যোগ করতে পারেন নি, বরং ব্যস্ত থেকেছে বিশ্বকাপ/ মার্কেটিং নিয়ে , ঈদে উচ্ছ্বাস ইত্যাদি নিয়ে এদের উদাহরণটা হচ্ছে-
পরীক্ষায় ফেল করে ধুমছে মিষ্টি বিতরন করার মত



No comments :

Post a Comment