Thursday, July 31, 2014

সারাদিন রোজা রেখেছেন।
এরপরেও অনেককেই দেখা যায়
কানে ইয়ার ফোন লাগিয়ে অথবা উচ্চ ভলিউমে গান শুনছে। কিংবা কেউ কেউ রাতে খাবার খাচ্ছেন আর ভারতীয় নগ্ন ও অশ্লীল নৃত্য সমৃদ্ধ গান দেখছেন….
কি সুন্দর আমাদের দিনের সিয়াম এবং রাতের কিয়াম!!!
আমাদের কাছে এটা হারাম মনেই হয় না, অথচ এটা জঘন্য হারাম।
রাসূল (সাঃ) বলেন, “আমার উম্মাতের মধ্যে এমন কিছু সম্প্রদায় জন্ম নিবে যারা ব্যভিচার, সিল্কের কাপড়, মদ্যপান ও বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে।” -সহীহুল বুখারীঃ ৫৫৯০।
এর পরিনাম কি জানেন??
রাসুলুল্লাহ (সাঃ) বলে গেছেন, “অচিরেই শেষ যুগে দেখা দিবে ভুমি ধ্বস, নিক্ষেপ ও আকৃতির বিকৃতি। রাসূল (সাঃ) কে জিজ্ঞাসা করা হলোঃ হে আল্লাহর রাসূল! (সাঃ) তা কখন?
তিনি বললেন, যখন বাদ্যযন্ত্র ও গায়ক-গায়িকারা বেশি হারে প্রকাশ পাবে।”
–ইবনু মাজাহঃ ১৩৫০।
গান-বাজনা সম্পর্কে মহান আল্লাহ্‌ বলেন-
“আল্লাহর বাণী-মানুষের মধ্য থেকে কেউ কেউ অজ্ঞতাবশত আল্লাহ তা’আলার পথ থেকে অন্যদেরকে বিচ্যুত করার জন্য অসার বাক্য তথা গান (কিংবা সেগুলোর বাদ্যযন্ত্র) খরিদ করে এবং আল্লাহ প্রদর্শিত পথ নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করে। তাদের জন্য রয়েছে (পরকালে) অবমাননাকর শাস্তি। –সূরা লুকমানঃ ৬।
আল্লাহ্‌ আমাদেরকে সতর্ক-সাবধান হওয়ার তৌফিক দান করুন।। আমীন।।

সহী হাদিস

No comments :

Post a Comment